Health Recruitment 2022 : পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগ থেকে, ভিন্ন পদে প্রচুর নিয়োগ, আজই আবেদন করুন
- Top News Bangla
- Aug 10, 2022
- 2 min read
প্রার্থীদের আগামী ২২ শে আগস্ট, ২০২২ তারিখের মধ্যে আবেদন করে দিতে হবে । (WB Health Recruitment 2022) [ Welcome to Top News Bangla ]
Top News Bangla – A Job Hunter
BENGALI
সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য বিভাগের তরফে চারটি বিজ্ঞপ্তি জারি করে স্টাফ্ নার্স, Psychiatric Nurse / Community Nurse, Counsellor এবং আরও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানান হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদ জানতে প্রার্থীরা স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে খোঁজ নিতে পারেন।
[ Welcome to Top News Bangla ]
WB Health Recruitment 2022 : প্রাথমিক নির্দেশিকা
প্রার্থীদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী Reserved Category Candidates -দের বয়স সীমার ছাড় আছে।
[ Welcome to Top News Bangla ]
WB Health Recruitment 2022 : আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তিগুলির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২২ আগস্ট, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
[ Welcome to Top News Bangla ]
WB Health Recruitment 2022 : আবেদনের পদ্ধতি
প্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in -তে যেতে হবে। এরপর “Online Recruitment” লিঙ্কে গিয়ে নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে হবে।
অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট কপি এবং সাথে সাথে আবেদন ফি পেমেন্টের প্রমাণপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র, Documents Verification -এর সময় দেখাতে হবে।
[ Welcome to Top News Bangla ]
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য :
দপ্তরঃ | District Health & Family Welfare Samity |
পদের নামঃ | স্টাফ্ নার্স, Psychiatric Nurse / Community Nurse, Counsellor এবং অন্যান্য |
শূন্যপদের সংখ্যাঃ | বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন |
কাজের স্থানঃ | Hospital, U-PHC, BPHC |
কাজের ধরনঃ | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতিঃ | বিশদ দেখুন |
আবেদন শুরুঃ | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতাঃ | বিশদ দেখুন |
বেতনক্রমঃ | বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন |
আবেদন পদ্ধতিঃ | অনলাইন |
আবেদনের শেষ তারিখঃ | ২২/০৮/২০২২ |
[ Welcome to Top News Bangla ]
নির্বাচন প্রক্রিয়া :
বিভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় নির্বাচনের কথা জানিয়েছে। নীচে অফিসিয়াল PDF গুলি দেওয়া আছে, সেগুলি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
[ Welcome to Top News Bangla ]
আবেদন ফি :
Unreserved Category প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে এবং Reserved Category প্রার্থীদের ৫০ টাকা। NEFT -র মাধ্যমে PDF -এ দিয়ে দেওয়া অ্যাকাউন্টে জমা করতে হবে। ( Check the PDF for A/C Details.)
[ Welcome to Top News Bangla ]
যোগ্যতা:
ভিডিওটি দেখুন ( উপরের Banner Image (ছবি) -টিতে CLICK করে ), অথবা, ফ্রি তে অফিসিয়াল PDF ডাউনলোড করেও দেখতে পারেন।
YouTube Link : https://www.youtube.com/c/TopNewsBangla2021
সবার আগে দৈনিক টাটকা চাকরির খবর পড়ুন “Top News Bangla” -র অফিসিয়াল ওয়েবসাইট থেকে
এবং
ভিডিওর আকারে দেখার জন্য “Top News Bangla” -র YouTube চ্যানেলটিতে যান
Comments